INTRODUC 45 D/10


INTRODUCTION: 45 D/10

The topographical map no. 45 D/10, first edition (1961) is a quadrant sheet drawn for a special dimension of 15’X15’ on scale 1:50,000 with the contour interval 20mtrs. The map extends from 24°30’ N to 24°45’ N and 72°30’ E to 72°45’ east. The area was surveyed in 1959-1960 and the map was published under the direction of Dr. Prithvish Nag, Surveyor General of India in 2003. The magnetic variation from the true north is about 1/4° west in 1960 and decreasing 1” annually. The previous sheet and thus the first edition published in 1961.

The total geographical area of the map is approximate 716 sq. km. geographically the region appears to be covering Banãskãntha district of Gujarat and Sirohi of Rajasthan. South-eastern part of the map covered with dense deciduous type forest and small patch scrub and throny trees are found in whole map. Main River of the region is River Sipu, Sukli and Jhãmbua. Few metalled road runs over the region moderately connected one settlement to another. ABU is only the compact settlement of the region and others are respectively Semi-compact, dispersed and hamlet in nature.


MORPHOMETRIC ATTRIBUTE OF BROAD PHYSIOGRAPHIC DIVISIONS:

          Physiographic        
Morpho                     unit
-metric parameters

Hilly Region

Erosional plain
Occurrence
South-east
Rest of the part
Approx. area
30%
70%
Highest elevation
1426m
300m
Lowest elevation
300m
225m
Relative Relief
1126m
75m
Max. Slope
19°03’54”
1°47’58”
Min. Slope
15°23’14”
0°53’04”
General Slope
From South-east to west
Drainage frequency
high
moderate
Settlement
primate

Communication
developed
moderate
*Source: Topographical map sheet number 45 D/10.




























PHYSIOGRAPHY OF THE MAP: 

This region lies in western India on the borders of Rajasthan and Gujarat at the southern end of the Aravalli Hills. The sheet is divided into two distinct physical divisions:-
● The Aravalli Hills rising to a height of over 1400 meters and occupying the south-east corner. The ranges are more or less parallel and run in a NE to SW direction.
● A large plain covers the remaining portion of the sheet. There are frequent outcrops of rocky ground, some of it rising to over 400 m (i.e. 100 m above the surrounding country side).

Peak
Location
Elevation (mtrs.)
KueKaPahar
C3
1401
BhimaliyaKaPahar
C3
1387
Deoli
C3
1352
RamkundKaPahar
C2
1327
AthviPahar
C2
1277
KaliyaDungar
B2
639
BhuniMagri
C2
437
Hara Magra
A2
413
*Source: Topographical map sheet number 45 D/10.
DRAINAGE:

In the hill area, the drainage is radial. Abu being the highest point of the area is the centre from which the rivers radiate. In the plains, the upper courses of the rivers are dendritic or fan shaped. The main stream Sipu Nadi rises in the hills north of Abu and flows in a south-west direction. It is periodic and seldom exceeds ½ km in width.Right bank tributaries of river Sipu ard Sukli Nadi, Unda Wala, and Dior Nadi while the left bank tributaries are Sukli Nadi, unnamed river flowing past Dhavli, Devengan Nadi and Godua Nadi. Because this regions lies close to the desert areas where the soils tend to break up easily, the water courses are numerous and well defined for they are able to cut channels in the soft sandy soils. They are however periodic and rely on the rainy season for the water supply.

CLIMATE:

Because of its location in western India, it receives comparatively less rainfall than other parts of the country. The rainfall which is between 50 to 100 cm annually falls during the monsoon season. Maximum temperatures in summer are extremely high rising to over 47°C, while minimum temperatures in December/Jan at night often drops to almost 0°C. High temperatures cause excessive evaporation. This gives rise to scrub and semi-desert vegetation.
There are three climatic seasons:-
            ● Summer: - hot and dry, March to June.
            ● Monsoon: - hot and wet, July to September.
            ● Winter: - cool and dry, October to February.

NATURAL VE GETATION: 

The region has a dense deciduous type of vegetal cover in Aravally   hilly range. Near about 40% of the total area comes under the two state of forest respectively dense foresee with Sal & bamboo and open mixed jungle. Rest of part mainly the plain region- scrub and throny trees like grass, palms where there is no agriculture being practiced.

IRRIGATION& WATER SUPPLY:

This region is dependent on the periodic scanty Monsoonal rainfall, tanks and wells for agriculture. Numerous dry man-made tanks (rectangular shape) and natural ponds show the scarcity of water. People depend on wells for their drinking water. There is only one irrigation canal near Tokra in the north-east starting from the reservoir. But in ABU the picture is quite better. Nakhi Talao, Alwar Talao and Kodra reservoir are jointly supply drinking water in different sector of ABU.


Reservoir
Location
Purpose
Tokra reservoir
C1
Irrigation for agriculture near Sirori, Gulabganj, Malgaon, Pamera and Wahan.
Nakki Talao
C2
Water supply to ABU
Alwar Talao
C2
Water supply to ABU
Kodra reservoir
C2
Water supply to ABUby pipeline.
Trevor Talao
C2
Mountain lake
*Source: Topographical map sheet number 45 D/10.
OCCUPATION:

Agriculture, rearing of cattle, sheep, camels and horses are the main occupation of 70% villagers in plain region. Beside this, concentration of social facilities in ABU clearly shows that near about 80% dwellers engaged in secondary, tertiary and quaternary economic activities. A small number of populations may be engaged in lumbering in foothill hamlets beside the Aravalli range. According to the climatic variables agriculture may practice as:-
                        ● Winter (Rabi): – Wheat, Barley, Cotton.
                        ● Monsoons (Kharif): – Bajra, Jowar, Maize.

SETTLEMENTS: 

ABU is a large hill resort, an administrative and an educational centre of the given topographical area. In the plains, there are numerous settlements of much smaller size of which Revdar is the most important. The table below incorporates the information about the settlement in the region.

Settlement
Location
Types
Services /Facilities
ABU
C2
Compact
Police Station, DB, Hospital, IB, Govt. HS, Youth Hostel, Library, Sophia HS, RH, Hotel, Veterinary Hospital, Holiday Home, Roman Catholic Church, Bank,  Central Police training collage, St. saviour’s church, Municipal Office, Rajput club, Power House, Survey of India Office.
Anadra
B2
Semi compact
PTO,DB, Police chauki, Dispensary, Temple.
Revdar
A2
Semi compact
PTO, DB, Police chauki, Temple.
Dantri
A1
Semi compact
PO, Police chauki, Temple.
Pamera
B1
Semi compact
PO, PS.
Sirori
C1
Semi compact
PO, Dispensary.
Dattani
B3
Dispersed
PO, temple.
Dholpura

Dispersed
Temple.
Rampur Khera
A3
Dispersed
Temple.
Asawa
C1
Hamlet
Nil.
Fathepura
A3
Hamlet
Nil.
Bageri
C3
Hamlet
Nil.
Dhavli
B3
Hamlet
Nil.
*Source: Topographical map sheet number 45 D/10.
COMMUNICATIONS: 

Typically the region does not a poor transport region. ABU, in the hill area, is linked eastwards by two main roads, which run south-east to Abu road and north-east to Oriya. In the south of this region the east-west main road links up at Karaunti with another main road which runs parallel to the foot-hills and connects a number of settlements. Many of the smaller settlements are linked by cart tracks which are dominant the transport scenario. Many segments of graveled roads motorable in dry season traverse through the region. Development of transport network has been uniform except hilly track.


CONCLUSION:

In conclusion the region has a sharp contrast in every physical and culturalparameter. South-eastern part is a mountain range with highest elevation 1426m where rest of the map appears as flood plain with minimum elevation 225m. Beside this Mt. ABU is a developed settlement with Modern facilities, Social amenities, transport and communication such as school, college, hospital, telephone, electricity, etc. On the other hand rest of the part of this region i.e. plain area are remain  quite underdeveloped with lack of social facilities like market, dispensary, Post office (PO), Post and telegraph office (PTO), Police station (PS). 



B}|lkxzmkx|C
Share:

Physical Geography short note


ভূমিরূপ Landforms
ভূমিরূপ কাকে বলে ?
  ভূমির আকৃতি, গঠন, উচ্চতা, ঢাল ও বন্ধুরতা অনুসারে
  ভূপৃষ্ঠের যে চেহারা তাকে ভূমিরূপ বলে।
ভূমিরূপ কি কি ভাগে বিভক্ত ?
  তিনটি ভাগে। পাহাড় পর্বত , মালভূমি, সমভূমি।
‘পর্বতের ক্ষুদ্র প্রতিরূপ’ কাকে বলে ?
  পাহাড়কে।  
পর্বতের উচ্চতা কত ?
  সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০০ মি. উচু।
একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও ?
  হিমালয়।
চলমান মহাদেশ তত্ত্বের জনক কে ?
  আলফ্রেড ওয়েগনার ।
পাত সংস্থান তত্ত্বের জনক কে ?
  পিঁচো ।
মহীখাত তত্ত্বের জনক কে ?
  কোবার।
চ্যুতির ফলে কোন পর্বতের সৃষ্টি হয় ?
  স্তূপ পর্বতের।
ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও ?
  বিন্ধ্য ও সাতপুরা পর্বত।
জার্মানির ব্ল্যাক ফরেস্ট কিসের উদাহরণ ?
  স্তূপ পর্বতের।
গ্রস্ত উপত্যকা বা গ্রাবেন কাকে বলে ?
  দুটি স্তূপ পর্বতের মাঝের নিচু অংশকে গ্রস্ত উপত্যকা বলে।
র‍্যাম্প উপত্যকা কাকে বলে ?
  দুটি স্তূপ পর্বতের মাঝের নিচু অংশ যদি বিপরীত চ্যুতির ফলে
  সৃষ্টি হয় তাকে র‍্যাম্প উপত্যকা বলে।
ভারতের একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ দাও ?
  নর্মদা নদীর উপত্যকা।
রাইন নদীর উপত্যকা কিসের উদাহরণ ?
  গ্রস্ত উপত্যকার।
জাপানের একটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও ?
  ফুজিয়ামা।    
হাওয়াই দ্বীপপুঞ্জের একটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও ?
  মউনালোয়া।
ইটালীর একটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও ?
  ভিসুভিয়াস।
ভারতের একটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও ?
  ব্যারেন ও নাড়কোন্ডাম।
একটি সুপ্ত আগ্নেয় পর্বতের উদাহরণ দাও ?
  জাপানের ফুজিয়ামা। 
একটি মৃত আগ্নেয় পর্বতের উদাহরণ দাও ?
  মায়ানমারের পোপো।
একটি জীবন্ত আগ্নেয় পর্বতের উদাহরণ দাও ?
   ইটালির ভিসুভিয়াস।
মালভূমির গড় উচ্চতা কত ?
   ৩০০ থেকে ৬০০ মি.
একটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ দাও ?
  তিব্বতের মালভূমি।
একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও ?
  ছোটনাগপুর মালভূমি।
একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ দাও ?
  দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান ট্র্যাপ।
একটি শিল্ড মালভূমির উদাহরণ দাও ?
  সাইবেরীয়ান শিল্ড। 
সমভূমি গড় উচ্চতা কত ?
  ৫ থেকে ১৫০ মি.
পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোন নদীতে গড়ে উঠেছে ?
  গঙ্গা নদীর মোহনায়।
আবহবিকার Weathering
কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠস্থ শিলা চূর্ণ বিচূর্ণ হয় ?
  আবহবিকার প্রক্রিয়ায়।
আবহবিকার প্রক্রিয়ায় অপর নাম কি ?
  বিচূর্ণীভবন ।
আবহবিকার কাকে বলে ?
  বায়ুর আর্দ্রতা, উষ্ণতা, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির ফলে যখন শিলা
  শিথিল হয়ে চূর্ণ বিচূর্ণ হয় এবং সেখানেই পড়ে থাকে ,তাকে
  আবহবিকার বা বিচূর্ণীভবন বলে।
আবহবিকার প্রক্রিয়াকে কিকি ভাগে ভাগ করা যায় ?
  তিন ভাগে। যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার ও
  জৈবিক আবহবিকার ।
যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া গুলি কিকি ?
     শল্কোমোচন Exfoliation
        ক্ষুদ্রকণা বিসরণ Granular Disintegration
        প্রস্তরচাই খন্ডীকরন Block Disintegration
        তুহিন খন্ডীকরন Frost Action
রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া গুলি কিকি ?
     অঙ্গারযোজন Carbonation
     জারণ Oxidation
       জলযোজন Hydration
       আর্দ্রবিশ্লেষণ Hydrolysis
       দ্রবণ Solution   
জৈবিক আবহবিকারের প্রক্রিয়া গুলি কিকি ?
  জৈব যান্ত্রিক আবহবিকার
  জৈব রাসায়নিক আবহবিকার 
ক্ষয়ীভবন কাকে বলে ?
  যে প্রক্রিয়ায় আবহবিকার প্রাপ্ত চূর্ণ বিচূর্ণ শিলা বায়ু প্রবাহ,
  নদনদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতির দ্বারা বহুদূরে  অপসৃত
  হয়, তাকে ক্ষয়ীভবন (Erosion) বলে
ক্ষয়ীভবন এর প্রক্রিয়া গুলি কিকি ?
  অবঘর্ষ Abrasion
  ঘর্ষণ Attresion
  উৎপাটন Plucking
  দ্রবণ Solution   
নগ্নীভবন কাকে বলে ?
  আবহবিকার ও ক্ষয়ীভবনের মিলিত ক্রিয়াকে নগ্নীভবন বলে ।
মৃত্তিকা সৃষ্টির একটি প্রক্রিয়ার নাম বল ?
  আবহবিকার ।
যান্ত্রিক আবহবিকার কোন জলবায়ুতে দেখা যায় ?
  উষ্ণ মরু শীতল জলবায়ুতে ।
রাসায়নিক আবহবিকার কোন জলবায়ুতে দেখা যায় ?
  উষ্ণ আর্দ্র জলবায়ুতে ।
জৈব যান্ত্রিক আবহবিকারে কোন কোন প্রাণী অংশ নেয় ?
  কেঁচো, ইঁদুর, খরগোস, প্রেইরী কুকুর ইত্যাদি ।
রেগোলিথ কি ?
  আবহ বিকারের ফলে ভূপৃষ্ঠের উপরে চূর্ণ বিচূর্ণ শিলার যে
  আস্তরণ পড়ে তাকে রেগোলিথ বলে ।

নদীর কাজ Fluvial action
পৃথিবীতে নদীরকাজ কোথায় বেশী প্রাধান্য পেয়েছে ?
  উচ্চ পার্বত্য অঞ্চল, মেরু প্রদেশ এবং মরু ও উপমরু অঞ্চল
  বাদ দিয়ে পৃথিবীর বাকি সব জায়গায় নদীর কাজ প্রাধান্য
  পেয়েছে ।
নদীর প্রধান কাজ গুলি কিকি ?
  ক্ষয়, বহন ও সঞ্চয় ।
নদী কিকি প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে ?
  জলপ্রবাহ Hydraulic Action
  অবঘর্ষ Abresion
  ঘর্ষণ Attrition
  বুদবুদ ক্ষয় Bubble Erosion
  দ্রবণ Solution
নদী কিকি প্রক্রিয়ায় বহন কাজ করে ?
  দ্রবণ Solution
  ভাসমান Suspension
  লম্ফদান Saltation
  আকর্ষণ Traction  
নদী কিকি প্রক্রিয়ায় সঞ্চয় কাজ করে ?
  আসঞ্জন
  অনুলেপন
নদীর ক্ষয়ের ফলে গঠিত প্রধান ভূমিরূপ গুলি কি কি ?
  সংকীর্ণ ‘V’ আকৃতির উপত্যকা
 প্রসশ্ত ‘V’ আকৃতির উপত্যকা
 ‘V’ আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন
 মন্থকূপ বা পটহোল
 জলপ্রপাত
নদীর সঞ্চয়ের ফলে গঠিত প্রধান ভূমিরূপ গুলি কি কি ?
  পলল ব্যজনী
  বালুচর
  প্লাবনভূমি
  স্বাভাবিক বাধ
  আকাবাকা নদীপথ বা মিয়েন্ডার
  অশ্বক্ষুরাকৃতি হ্রদ
  বদ্বীপ
পটহোল বা মন্থকূপ নদীর কোন প্রবাহে দেখা যায় ?
  উচ্চ প্রবাহে ।
নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহে কিকি ভূমিরূপ দেখা যায় ?
  জলপ্রপাত, মন্থকূপ, প্রবারিত শৈলশিরা ইত্যাদি ।
নদীর মধ্যগতি বা সমভূমি প্রবাহে কিকি ভূমিরূপ দেখা যায় ?
  পললব্যজনী, বালুচর, প্লাবনভূমি ইত্যাদি ।
নদীর নিম্নগতি বা বদ্বীপ প্রবাহে কিকি ভূমিরূপ দেখা যায় ?
  আকাবাকা নদীপথ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ এবং বদ্বীপ ।
ষষ্ঠঘাতের সূত্র কি ?
  যদি কোন নদীতে জলের পরিমাণ ২ গুন বৃদ্ধি পায় তবে তার
 ক্ষয় করার পরিমাণ তার ৬ গুন (২X৬=৬৪) বৃদ্ধি পায়, একে
 ষষ্ঠঘাতেরসূত্রবলে । এইকারনে বর্ষাকালে নদীরক্ষয়ক্ষমতা বাড়ে ।
কোন নদীর বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো ?
  মিসিসিপি নদীর ।
কোন নদীর বদ্বীপের আকৃতি করাতের দাঁতের মতো ?
  স্পেনের এব্রো নদীর ।
কোন নদীর বদ্বীপের আকৃতি খাড়ির মতো ?
  রাইন নদীর ।
কোন নদীর বদ্বীপের আকৃতি হাত পাখার মতো ?
  নীল নদের ।
কোন নদীর বদ্বীপের আকৃতি বাংলার মাত্রাহীন ‘ব’ এর মতো ?
  গঙ্গা নদীর ।
কোন নদীর বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ?
  গঙ্গা নদীর । (৭৭০০০ বর্গ কিমি.)

হিমবাহের কাজ Glacial action
পৃথিবীতে হিমবাহের কাজ কোথায় বেশী প্রাধান্য পেয়েছে ?
  উচ্চ পার্বত্য অঞ্চলে ও মেরু প্রদেশে
বায়ু কিকি প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে ?
  অবঘর্ষ Abresion
  উৎপাটন Plucking
বায়ু কিকি প্রক্রিয়ায় বহন কাজ করে ?
  ভাসমান Suspension
  লম্ফদান Saltation
  গড়ান Creep
হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত প্রধান ভূমিরূপ গুলি কি কি ?
  এরিটি
  সার্ক বা করি
  পিরামিডচূড়া
  ক্রেভাসেস
  ‘U’ আকৃতির উপত্যকা
  রসেমোতানে
  কুঁজ
  হিমসিড়ি
  ফিয়র্ড ও ফিয়ার্ড
হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত প্রধান ভূমিরূপ গুলি কি কি ?
  গ্রাবরেখা বা মোরেণ
  ড্রামলিন
  ক্রাগ ও টেল
  আগামুক বা ইরাটিক
  কেম
  এস্কার
  কেটল ও নব
  বহিঃবিধৌত সমভূমি   

ভারতের বিভিন্ন হিমবাহ ?
হিমবাহ
দৈর্ঘ্য
অবস্থান
সিয়াচেন
৭৬ কিমি
নুব্রা উপত্যকা
বালটোরা
৬০কিমি
ব্রাধো উপত্যকা
বিয়াফো
৬০ কিমি
ব্রাধো উপত্যকা
হিসপার
৬২ কিমি
হুঞ্জা উপত্যকা
গঙ্গোত্রী
৩৯ কিমি
কুমায়ুন উপত্যকা
মিলাম
২০ কিমি
কুমায়ুন উপত্যকা
জেমু
২৬ কিমি
জেমু উপত্যকা


বায়ুর কাজ Aeoline action
পৃথিবীতে বায়ুর কাজ কোথায় বেশী প্রাধান্য পেয়েছে ?
  মরু ও উপমরু অঞ্চলে । (বার্ষিক বৃষ্টিপাত ৫০ সেমির কম)
বায়ুর প্রধান কাজ গুলি কিকি ?
  ক্ষয়, বহন ও সঞ্চয় ।
বায়ু কিকি প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে ?
  অবঘর্ষ Abresion
  অপসারণ Deffletion
  ঘর্ষণ Attrition
বায়ু কিকি প্রক্রিয়ায় বহন কাজ করে ?
  ভাসমান Suspension
  লম্ফদান Saltation
  গড়ান Creep
বায়ু কিকি প্রক্রিয়ায় সঞ্চয় কাজ করে ?
  আসঞ্জন
  অনুলেপন
বায়ুর ক্ষয়ের ফলে গঠিত প্রধান ভূমিরূপ গুলি কি কি ?
  গৌর
  ইনসেলবার্জ
  জুইগেন
  ইয়ারদাং
  মেসা ও বিউট
  ভেন্টিফ্যাক্ট ও ড্রাইকান্টার
  অপসারণ ভূমি 
বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত প্রধান ভূমিরূপ গুলি কি কি ?
  বালুকা লহড়ী
  অনুদৈর্ঘ্য বালিয়াড়ী
  বার্খান
  লোয়েস
  পেডিমেন্ট
  বাজাদা
  প্লায়া
Share:

Popular Posts

Recent Posts

Total Pageviews