ভারতের ভূ প্রকৃতি Physiography
ইন্দিরা কলোনি।
● ভারতীয় ভুখন্ডের দক্ষিণ বিন্দুর নাম কি ?
ইন্দিরা পয়েন্ট।
● ভারতীয় মূল ভুখন্ডের দক্ষিণ বিন্দুর নাম
কি ?
কন্যাকুমারীকা অন্তরীপ।
● ভারতীয় ভুখন্ডের পূর্ব বিন্দুর নাম কি ?
অরুনাচল প্রদেশের আলং শহর।
● ভারতীয় ভুখন্ডের পশ্চিম বিন্দুর নাম কি ?
গুজরাট রাজ্যের স্যার ক্রিক্ ।
● ভারতের
ভূপ্রকৃতিকে কয় ভাগে বিভক্ত ?
আট ভাগে বিভক্ত।
১. উত্তরের পার্বত্য
অঞ্চল
২. উত্তর পূর্ব পাহাড়ি
অঞ্চল ও মেঘালয় মালভূমি
৩. সিন্ধু গাঙ্গেয়
সমভুমি ও ব্রহ্মপুত্র উপত্যকা
৪. মরু অঞ্চল
৫. মধ্য ও পূর্ব
ভারতের উচ্চভুমি
৬. দাক্ষিনাত্যের
মালভূমি
৭. উপকুলের সমভূমি
৮. দ্বীপ সমূহ
● ভারতের প্রাচীনতম
পর্বত কোনটি ?
আরাবল্লী পর্বত (৬০-৭০ কোটি বছর পুরানো)।
● ভারতের নবীনতম
পর্বত কোনটি ?
হিমালয় পর্বত।
● ভারতের উত্তরে কোন
পর্বত রয়েছে ?
হিমালয় পর্বতমালা রয়েছে।
● হিমালয় পর্বতমালার
দৈর্ঘ্য কত ?
প্রায় ২৫০০ কিমি।
● হিমালয় পর্বতমালার
গড় প্রস্থ কত ?
প্রায় ২৫০-৪০০ কিমি।
● হিমালয় পর্বতমালার
মোট আয়তন কত ?
৭ লক্ষ বর্গ কিমি।
● হিমালয় পর্বতমালার
মোট আয়তন কত (ভারতে) ?
৫ লক্ষ বর্গ কিমি।
● প্রস্থ বরাবর
হিমালয় পর্বতকে কয় ভাগ করা যায় ?
চার ভাগে ভাগ করা যায়।
১. শিবালিক ২. হিমাচল
৩. হিমাদ্রি ৪. টেথিস হিমালয়।
● শিবালিক হিমালয়ের
গড় উচ্চতা কত ?
৬০০ থেকে ১৫০০ কিমি।
● হিমাচল হিমালয়ের
গড় উচ্চতা কত ?
২০০০ থেকে ৫০০০ কিমি।
● হিমাচল হিমালয়ের
শৃঙ্গ গুলির নাম লেখ ?
পীরপঞ্জল, ধাওলাধর, নাগটিব্বা, মুসৌরী, মহাভারত।
● দুন কথার অর্থ কি ?
উপত্যকা। উদাহরণ দেরাদুন।
● হিমাদ্রি হিমালয়ের
শৃঙ্গ গুলির নাম লেখ ?
এভারেস্ট ৮৮৪৮
মি.
কাঞ্চনজঙ্ঘা ৮৫৯৮
মি.
মাকালু ৮৪৮১
মি.
ধবলগিরি ৮১৭২
মি.
মনাসুল ৮১৫৮
মি.
চোওয়ু ৮১৫৩
মি.
অন্নপূর্ণা ৮০৭৮
মি.
গোসাইথান ৮০১৮
মি.
● টেথিস হিমালয় কি ?
এটি মালভূমি বিশেষ । টেথিস বা তিব্বত হিমালয়ের
কিছু
অংশ কাশ্মীরের লাডাখে অবস্থিত।
● টেথিস হিমালয়ের সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
লিওপারগেল (৭৪২০ মি.)
● দৈর্ঘ্য বরাবর
হিমালয় পর্বতকে কয় ভাগ করা যায় ?
তিন ভাগে ভাগ করা যায়।
১. পশ্চিম হিমালয় ২. মধ্য হিমালয় ৩. পূর্ব হিমালয়।
● পশ্চিম হিমালয়ের শৃঙ্গ গুলির নাম লেখ ?
পীরপঞ্জল ৩৪৯৪
মি.
বুন্ডিলপীর ৪২০০
মি.
জাসকর ৭৭৫৬
মি.
কারাকোরাম ৮৬১১
মি.
● মধ্য হিমালয়ের শৃঙ্গ গুলির নাম লেখ ?
এভারেস্ট ৮৮৪৮
মি.
মাকালু ৮৪৮১
মি.
ধবলগিরি ৮১৭২
মি.
গৌরীশঙ্কর ৭১৪৫
মি.
● পূর্ব হিমালয়ের শৃঙ্গ গুলির নাম লেখ ?
কাঞ্চনজঙ্ঘা ৮৫৯৮ মি.
চোমলারী ৭৩১৪
মি.
নামচেবারবাওয়া ৭৭৫৬ মি.
● সিকিম-দার্জিলিং হিমালয়ের উল্লেখযোগ্য
শৃঙ্গ গুলির নাম কি ?
সান্দাকফু ৩৬৩০
মি.
ফালুট ৩৬৯৬
মি.
সবরগ্রাম ৩৫৪৩
মি.
কাঞ্চনজঙ্ঘা ৮৫৯৮
মি.
● সিকিম হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম লেখ ?
কাঞ্চনজঙ্ঘা (৮৫৯৮ মি.)
● ভুটান হিমালয়ের
উল্লেখযোগ্য শৃঙ্গ গুলির নাম লেখ ?
মাসাংকিংড়ু
চোমোলারী ৭৩১৪
মি.
লিংসিলা ৫৬৫৩
মি.
কুলাকাংড়ি ৭২৯০
মি.
● ভুটান হিমালয়ের
উচ্চতম শৃঙ্গের নাম লেখ ?
চোমোলারী (৭৩১৪ মি.)
● কারাকোরাম পর্বতের
উচ্চতম শৃঙ্গ কোনটি ?
গডউইন অস্টিন বা K2 (৮৬১১ মি.)
● সংস্কৃত ভাষায়
কারাকোরাম পর্বতের নাম কি ?
কৃষ্ণগিরি পর্বত।
● বসুধা বা ধবলশীর্ষ
কোন পর্বতের অপর নাম ?
কারাকোরাম পর্বতের।
● কারাকোরাম পর্বতের
উল্লেখযোগ্য শৃঙ্গ গুলির নাম লেখ ?
হিডেন পিক ৮০৬৮
মি.
ব্রড পিক ৮০৪৭
মি.
গ্যাসের ব্রুম ৮০৩৫ মি.
● গিরিপথ কাকে বলে ?
পর্বতের মাঝের সংকীর্ণ পথকে গিরিপথ বলে।
● ভারতের বিভিন্ন
গিরিপথ ?
গিরিপথ
|
অবস্থান
|
পর্বত শ্রেনী
|
বানিহাল, বুরজিলা,
সাসার, জোজিলা,
খারদুংলা,
|
জম্মু ও কাশ্মীর
|
কাশ্মীর হিমালয়
|
সিপকিলা, বরলাচা,
রোটাংপাস
|
হিমাচলপ্রদেশ
|
পাঞ্জাব হিমালয়
|
নিতিপাস, লিপুপাস,
মানাপাস
|
উত্তরপ্রদেশ
|
কুমায়ুন হিমালয়
|
জেলেপলা, নাথুলা
|
সিকিম
|
পুর্ব হিমালয়
|
অ্যান, টুঙ্গু
|
আসাম
|
পুর্ব হিমালয়
|
সেলা, তুললংলা, ঠগলা, ডোমলা, কায়লা
|
অরুনাচলপ্রদেশ
|
পুর্ব হিমালয়
|
থলঘাট, ভোরঘাট
|
মহারাষ্ট্র
|
পশ্চিমঘাট
|
পালঘাট
|
কর্ণাটক
|
নীলগিরি
|
● ভারতের উচ্চতম
মালভূমি কোনটি ?
লাডাক মালভূমি।
● লাদাকের রাজধানী
কি ?
লে শহর।
● পুর্বাচল কাকে বলে
?
উত্তর-পূর্বভারতের
পার্বত্য অঞ্চলের পাহাড় গুলিকে।
● উত্তর-পূর্বভারতের পার্বত্য অঞ্চলের উল্লেখযোগ্য
পর্বতকিকি ?
মিশমী, পাটকই, বুম, নাগা, কোহিমা
ও বরাইল, কাছাড়
মিজো, ত্রিপুরা
পাহাড় ও মণিপুর পাহাড়।
● কোহিমা পাহাড়ের
সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
জাপভো (২৯৯৫
মিটার)
● নাগা পাহাড়ের
সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
সারামতী (৩৮৪০ মিটার)
● গারো পাহাড়ের
সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
নকরেক (১৪১২
মিটার)
● শিলং পাহাড়ের
সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
শিলং শৃঙ্গ (১৯৬১ মিটার)
● সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমির মোট আয়তন কত ?
৬৫২০০০ বর্গ কিমি।
● ভারতের বিভিন্ন
হিমবাহ ?
হিমবাহ
|
দৈর্ঘ্য
|
অবস্থান
|
সিয়াচেন
|
৭৬ কিমি
|
নুব্রা উপত্যকা
|
বালটোরা
|
৬০কিমি
|
ব্রাধো উপত্যকা
|
বিয়াফো
|
৬০ কিমি
|
ব্রাধো উপত্যকা
|
হিসপার
|
৬২ কিমি
|
হুঞ্জা উপত্যকা
|
গঙ্গোত্রী
|
৩৯ কিমি
|
কুমায়ুন উপত্যকা
|
মিলাম
|
২০ কিমি
|
কুমায়ুন উপত্যকা
|
জেমু
|
২৬ কিমি
|
জেমু উপত্যকা
|
● ভাবর কি ?
গাঙ্গেয় সমভূমির উত্তর অংশ ভাবর নামে পরিচিত।
এখানে
কাঁকড়ময় ভুমিভাগে নদীগুলি হারিয়ে যায়।
● তরাই কি ?
হিমালয়ের পাদদেশে ভাবর অঞ্চলের দক্ষিণ অংশ তরাই
হিমালয়ের পাদদেশে ভাবর অঞ্চলের দক্ষিণ অংশ তরাই
নামে পরিচিত। ভাবর অঞ্চলের ভূগর্ভস্থ নদীগুলি
এখানে
আত্মপ্রকাশ করেছে।
● খাদার ও বেট কাকে
বলে ?
গাঙ্গেয় সমভূমির নদীগুলির নিকটবর্তী নবীন
পলিমাটিকে।
● ভাঙর কাকে বলে ?
গাঙ্গেয় সমভূমির নদীগুলির দূরবর্তী প্রাচীন
পলিমাটিকে।
● ভুর কাকে বলে ?
গাঙ্গেয় সমভূমির পশ্চিমদিকে মাঝে মাঝে দৃশ্যমান
ছোট
ছোট বালিয়ারি দেখা যায় এদের ভুর বলে।
● ভারতীয় উষ্ণ
মরুভূমির নাম কি ?
থর মরুভূমি।
● থর মরুভূমির মোট
আয়তন কত ?
২ লক্ষ ৬৯ হাজার বর্গ কিমি।
● থর মরুভূমির (ভারতে) আয়তন কত ?
১ লক্ষ ৯৬ হাজার ৭৮৭ বর্গ কিমি।
● থর শব্দের অর্থ কি
?
থর শব্দের অর্থ মৃতের আবাস। অর্থাৎ এখানে মানুষ
বাস
করতে পারেনা।
● বাগার অঞ্চল কাকে
বল ?
আরবল্লী পর্বতের পাদদেশের বালুকাময় অঞ্চল।
● রোহি অঞ্চল আকে
বলে ?
আরবল্লী পর্বতের পাদদেশের উর্বর পলি গঠিত
প্লাবনভুমি ।
● হামাদা কাকে বলে ?
শিলাময় মরুভূমিকে হামাদা বলে।
● মরুস্থলী কাকে বলে
?
ভারতের বালুকাময় মরুভূমিকে মরুস্থলী।
● ধ্রিয়ান কাকে বলে ?
বায়ু তারিত চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান।
● টিব্বা কি ?
ধ্রিয়ান বালিয়াড়িকে স্থানীয় ভাষায় টিব্বা বলে।
● ধান্দ কি ?
মরুভূমির লবণাক্ত জলের দীর্ঘাকার হ্রদকে ধান্দ
বলে।
● পৃথিবীর প্রাচীনতম
পর্বত কোনটি (ভারতে অবস্থিত) ?
আরাবল্লী পর্বত (৬০-৭০ কোটি বছর পুরানো)।
● আরাবল্লী পর্বতের
সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
মাউন্ট আবুর গুরুশিখর (১৭৭২ মিটার)
● বিন্ধ্যপর্বতের
পূর্ব অংশ কিনামে পরিচিত ?
কইমুর শ্রেনী।
● গরজাত পার্বত্য
অঞ্চলের পর্বত গুলির নাম লেখ ?
বোনাই, কেওনঝড়
ও সিমলিপাল।
● দণ্ডকারণ্য
মালভূমি অঞ্চলের সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
কোরাপুট (১২০০ মি.)।
● ছোটনাগপুর উচ্চতম
পাহাড় কোনটি ?
পরেশনাথ (১৩৬৬ মি.)।
● প্যাট (Pat) বলতে কি বোঝ ?
রাঁচি মালভূমির পশ্চিম অংশ প্যাট নামে পরিচিত।
● ভাতীয় উপদ্বীপ
বলতে কি বোঝ ?
দক্ষিণ ভারতের তিন দিক সমুদ্রদ্বারা বেষ্টিত তাই
একে উপদ্বীপ
বলে।
● ডেকান ট্র্যাপ
বলতে কি বোঝ ?
দাক্ষিনাত্যের মালভূমিকে ডেকান ট্র্যাপ বলে।
● দাক্ষিনাত্যের
মালভূমিকে ডেকান ট্র্যাপ কেন বলে ?
সুইডিশ শব্দ ট্র্যাপ কথার অর্থ হল সিড়ি বা
ধাপ। লাভা সঞ্চয়ে ফলে গঠনের সময় দাক্ষিনাত্যের মালভূমি ধাপে ধাপে নেমে গেছে বলে
একে ডেকান ট্র্যাপ বলে।
● পশ্চিমঘাট পর্বতের
উল্লেখযোগ্য শৃঙ্গ গুলির নাম লেখ ?
কলসুবই ১৬৪৬
মিটার
সালার ১৫৭৬
মিটার
মহাবালেশ্বর ১৪৩৮
মিটার
হরিশচন্দ্রগড় ১৪২৪
মিটার
● পশ্চিমঘাট পর্বতের
অপর নাম নাম লেখ ?
সহ্যাদ্রি পর্বতমালা।
● পশ্চিমঘাট পর্বতের
দুটি গিরিপথের নাম নাম লেখ ?
ভোরঘাট ও থলঘাট।
● পশ্চিমঘাট পর্বতের
সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
কলসুবাই (১৬৪৬ মিটার)
● পূর্বঘাট পর্বতের
অপর নাম নাম লেখ ?
মলয়াদ্রি পর্বতমালা।
● পূর্বঘাট পর্বতের
উল্লেখযোগ্য শৃঙ্গ গুলির নাম লেখ ?
নান্নামালাই, ভেলিকোন্ডা, পলকোন্ডা, পচামালাই, জাভেদি।
● পূর্বঘাট পর্বতের
সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
মহেন্দ্রোগিরি (১৫০১ মিটার)।
● ভারতের একটি স্তূপ
পর্বতের নাম লেখ ?
সাতপুরা ও বিন্ধ্য পর্বত।
● নর্মদা ও তাপ্তী
নদীর মাঝে কোন পর্বত রয়েছে ?
সাতপুরা পর্বত।
● সাতপুরা পর্বতের
সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
ধূপগড় (১৩৫০
মিটার)
● মহাদেব পর্বতের
সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
পাঁচমারি (১০৫০ মিটার)
● মহাকাল পর্বতের
সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
অমরকন্টক (১০৫৭ মিটার)
● নীলগিরি পর্বতের
উল্লেখযোগ্য শৃঙ্গ গুলির নাম লেখ ?
দোদাবেতা (২৬৩৭ মি.) ও মাকুর্তি (২৫৫৪ মি.)।
● নীলগিরি পর্বতের
একটি গিরিপথের নাম নাম লেখ ?
পলঘাট।
● নীলগিরি পর্বতের
দক্ষিণে অবস্থিত পর্বতগুলির নাম লেখ ?
আনাইমালাই, পালনী ও কর্ডমম।
● আনাইমালাই পর্বতের
সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
আনাইমুদি (২৬৯৫ মিটার)।
● দক্ষিণ ভারতের
সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
আনাইমুদি (২৬৯৫ মিটার)
● একটি পর্বতবেষ্টিত
মালভূমির নাম লেখ ?
কর্ণাটকের মালনাদ ।
● মালনাদ শব্দের
অর্থ কি ?
পাহাড়ের দেশ (মাল=পাহাড়, নাদ=দেশ)
● উপকূল কাকে বলে ?
সমুদ্র তীরবর্তী অঞ্চলকে উপকূল বলে ।
● ভারতের উপকূল ভাগের
দৈর্ঘ্য কত ?
প্রায় ৩১০০ কিমি।
● পূর্ব উপকূলকে কিকি
ভাগে ভাগ করা যায় ?
২ভাগে। উত্তর সরকার উপকূল ও করোমণ্ডল উপকূল।
● পশ্চিম উপকূলকে
কিকি ভাগে ভাগ করা যায় ?
২ভাগে। কঙ্কোন উপকূল ও মালাবার উপকূল।
● পূর্ব উপকূল ভাগের
দৈর্ঘ্য কত ?
১৫০০ কিমি।
● উত্তর সরকার
উপকূলকে কিকি ভাগে ভাগ করা যায় ?
২ ভাগে। ওড়িশা উপকূল ও অন্ধ্র উপকূল।
● ওড়িশা উপকূলের অপর
নামকি ?
মহানদী বদ্বীপ অঞ্চল।
● করোমণ্ডল উপকূলের
অপর নামকি ?
তামিলনাড়ু উপকূল।
● পশ্চিম উপকূল ভাগের
দৈর্ঘ্য কত ?
১৬০০ কিমি।
● রণ কাকে বলে ?
সমুদ্র তীরবর্তী অগভীর লবণাক্ত জলাভুমিকে রণ বলে।
● কচ্ছ শব্দের অর্থ
কি ?
কচ্ছ শব্দের অর্থ ‘ জলময় দেশ ’ ।
● কাথিয়াবাড় উপদ্বীপ
অঞ্চলের উচ্চতম স্থান কি ?
গিরনার (১১১৭
মিটার)।
● কাথিয়াবাড় উপদ্বীপ
অঞ্চলের পাহাড় গুলি কি কি ?
গির, ওসম,বর্দা ও গিরনার।
● কয়াল বলতে কি বোঝ ?
মালাবার উপকূলের তীরবর্তী উপহ্রদ গুলিকে কেরালার
কয়াল বালে।
● ব্যাক ওয়াটার্স
বলতে কি বোঝ ?
সমুদ্র উপকূলবর্তী জলাভুমি।
● ভোম্বানাদ কয়াল
কোথায় অবস্থিত ?
মালাবার উপকুলে কেরালা রাজ্যে।
● পুলিকট হ্রদ কোথায়
অবস্থিত ?
করোমণ্ডল উপকূলে তামিলনাড়ুর কাছে।
● কোলার (কলেরু) হ্রদ কোথায় অবস্থিত ?
কৃষ্ণা ও গোদাবরীর বদ্বীপের মাঝে ।
● চিল্কা উপহ্রদ
কোথায় অবস্থিত ?
উত্তর সরকার উপকূলে পুরীর কাছে ।
● আন্দামান ও নিকোবর
দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত ?
বঙ্গোপসাগরে।
● আন্দামান
দ্বীপপুঞ্জের মোট দ্বীপ কত গুলি ?
২০৪ (204) টি।
● নিকোবর
দ্বীপপুঞ্জের মোট দ্বীপ কত গুলি ?
১৪ (14) টি।
● আন্দামান ও নিকোবর
দ্বীপপুঞ্জের আয়তন কত ?
৮২৯৩ বর্গ কিমি।
● আন্দামান ও নিকোবর
দ্বীপপুঞ্জের উচ্চতম শৃঙ্গ কি ?
মাউন্ট হ্যারিয়ট (৪৫০ মিটার)।
● আন্দামান ও নিকোবর
দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরির নাম কি ?
ব্যারেণ ও নারকোন্ডাম।
● ব্যারেণ ও
নারকোন্ডাম আগ্নেয়গিরি কি প্রকৃতির ?
সবিরাম প্রকৃতির।
● আন্দামান ও নিকোবর
দ্বীপপুঞ্জের মাটি কি প্রকৃতির ?
ল্যটেরাইট ও উপকূলের লবণাক্ত মাটি।
● আন্দামান ও নিকোবর
দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি ?
পোর্ট ব্লেয়ার।
● আন্দামান ও নিকোবর
দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি ?
পোর্ট ব্লেয়ার।
● আন্দামান ও নিকোবর
দ্বীপপুঞ্জের আদিবাসীদের নাম কি ?
জারোয়া, অঙ্গী, সেন্টিনেলী, নিকোবরী।
● লাক্ষা দ্বীপের
আয়তন কত ?
৩২ বর্গ কিমি।
● লাক্ষা দ্বীপের
মোট দ্বীপ কত গুলি ?
২৫ টি।
● লাক্ষা দ্বীপের
সবচেয়ে বড় দ্বীপ কোনটি ?
মিনিকয়।
● লাক্ষা দ্বীপের
রাজধানীর নাম কি ?
কাভারাত্রি।
● লাক্ষা দ্বীপের
প্রধান প্রধান দ্বীপের নামকি ?
লাক্ষা, আমিনদিভি, মিনিকয়।
● লাক্ষা দ্বীপের
মাটি কি প্রকৃতির ?
চুন জাতীয় (প্রবাল দ্বারা গঠিত)।
● ভারতের একটি
প্রবাল দ্বীপের নাম লেখ ?
লাক্ষা দ্বীপ।
Protected Content ©
Protected Blog Page
This page is protected — right-click, printing, saving, and copying are disabled.
You can scroll normally. Please enjoy reading responsibly.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Duis posuere, neque a luctus tincidunt, tortor ligula egestas sapien, sit amet tristique nunc felis in risus. Phasellus ut libero erat. Integer id urna ac ligula posuere gravida. Suspendisse sit amet interdum sapien. Nulla facilisi. Curabitur et sem et neque luctus ultricies.
Add your full blog article here. All protections stay active while allowing scrolling.








No comments:
Post a Comment