Geography Short question for Class X

নীলনদ আববহিকা

পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি ?
নীলনদ
নীলনদ এর দৈর্ঘ্য কত ?
৬৬৩০ কিমি ।
নীলনদ এর উৎপত্তি কোথায় ?
ট্যাঁঙ্গানিকা হ্রদের নিকট বুরুন্ডির পার্বত্য আঞ্চলে।
নীলনদ কোন সাগরে পতিত হয়েছে ?
    ভূমধ্যসাগরে পতিত হয়েছে।
মিশরের রাজধানীর নাম কি ?
    কায়রো।
সুদানের রাজধানীর নাম কি ?
    খার্টুম ।
নীলনদের একটি উপনদীর নাম লেখ ?
    আটবারা।
পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদের নাম কি ?
    ভিক্টোরিয়া হ্রদ।
ভিক্টোরিয়া হ্রদ কোথায় অবস্থিত ?
    উগান্ডা, কেনিয়া তাঞ্জানিয়া দেশের সীমানায়।
নীলনদের একটি বন্দরের নাম লেখ ?
    আলেকজান্দ্রিয়া।
পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি ?
    আসোয়ান।
আসোয়ান বাঁধ কোন নদীর উপর দেওয়া হয়েছে ?
    নীলনদের উপর।
নীলনদ কোন দুটি নদীর মিলিত প্রবাহ ?
    ব্লুনীল ও হোয়ইট নীল নদীর।
সাড কি ?
নীলনদ অববাহিকা অঞ্চলে নানারকম ঘাস, লতাপাতা, কচুরিপানা প্রভৃতি আগাছার জলাভূমিকে সাড বলে।
নীলনদ অববাহিকা অঞ্চলে মিশরের কত শতাংশ লোক
বাসকরে ?
    প্রায় ৯৬% লোক।
নীলনদ অববাহিকা অঞ্চলের জলবায়ু কেমন ?
    ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখাযায়।
আটবারা থেকে আসোয়ান পর্যন্ত নীলনদে কটি খরস্রোত
দেখাযায় ?
    ৬ টি খরস্রোত দেখাযায়।
মিশরের বৃহত্তম জলাশয়ের নামকি ?
লেকনাসের
নীলনদ অঞ্চলের একটি সিমেন্ট কারখানার নামকি ?
    হেলওয়ান।
নীলনদ অববাহিকা অঞ্চলের একটি সার কারখানার
নামকি ?
    আসোয়ান।
সোনার বাঁধ কোন নদীতে গড়ে তোলা হয়েছে ?
    ব্লুনীল নদীতে।
‘ মিশর নীলনদের দান ’ কে বলেছেন ?
    ইতিহাসের জনক হেরোডোটাস
নীলনদ অববাহিকা অঞ্চলের প্রধান ফসল কি ?
    কার্পাস বা তুলা।
নীলনদের একটি সেচ ব্যারেজ এর নাম লেখ ?
    এসেনা।
নীলনদ অববাহিকা অঞ্চলের প্রধান শিল্পাঞ্চল কোনটি ?
    কায়রো শিল্পাঞ্চল।
নীলনদ অববাহিকা অঞ্চলের পেট্ররসায়ন শিল্পকেন্দ্রর
    নাম কি ?
    আলেকজান্দ্রিয়া।
নীলনদ অববাহিকা অঞ্চলের আয়তন কত ?
    বর্গ কিমি।
নীলনদ অববাহিকা অঞ্চলের আকৃতি কেমন ?
    মাছের কাঁটার মতো ।

আমেরিকার হ্রদ অঞ্চল
হ্রদ অঞ্চলের বৃহত্তম হ্রদের নাম কি ?
    সুপেরিয়র।
পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি ?
    সুপেরিয়র।
হ্রদ অঞ্চলের মোট হ্রদ কয়টি ?
    মোট ৫ টি ।
পৃথিবীর কসাইখানা কোন শহরকে বলা হয় ?
    চিকাগো শহরকে (শিকাগো)
হ্রদ অঞ্চলের হ্রদ গুলির নাম কি ?
    সুপেরিয়র, মিশিগান, ইরি, অন্টারিও, হুরন।
শিকাগো শহর কোন হ্রদের তীরে অবস্থিত ?
    মিচিগান হ্রদের তীরে।
পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ী নির্মাণ শিল্পকেন্দ্র কোনটি ?
    ডেট্রিয়ট শহর।
আমেরিকার ভুট্টা বলয় কোন অঞ্চলে দেখা যায় ?    বাফেলো অঞ্চলে।
হ্রদ অঞ্চলের শ্রেষ্ঠ ময়দা কেন্দ্র কোথায় গড়ে উঠেছে ?
    বাফেলো শহরে ।
হ্রদ অঞ্চলের বৃহত্তম বন্দরের নামকি ?
    শিকাগো।
হ্রদ অঞ্চলের বৃহত্তম প্রান্তিক বন্দরের নামকি ?
    ডুলুথ।
ডুলুথ বন্দরটি কোন হ্রদের তীরে অবস্থিত ?
    সুপেরিয়র হ্রদের পশ্চিম তীরে।
হ্রদ অঞ্চলের বৃহত্তম তেল শোধনাগার কোথায় রয়েছে ?
    ডুলুথ শহরে ।
হ্রদ অঞ্চলের বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানা কোথায়
    রয়েছে ?
    গ্যারি শহরে।
হ্রদ অঞ্চলের প্রাধান নদীর নাম কি ?
    সেন্ট লরেন্স নদী।
সেন্ট লরেন্স নদী কোন মহাসাগরে পতিত হয়েছে ?
    উত্তর অ্যাটল্যান্টিক মহাসাগরে।
সেন্ট লরেন্স নদীর দৈর্ঘ্য কত ?
    প্রায় ৪০০০কিমি (4000 kms)
হ্রদ অঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্প কি ?
    লৌহ-ইস্পাত শিল্প।
হ্রদ অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি ?
    আকরিক লোহা।
হ্রদ অঞ্চলের বৃহত্তম লৌহ-ইস্পাতশিল্প কোথায়হয়েছে ?
    পিটস্ বার্গে
নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে ?
    সেন্ট লরেন্স নদীতে ।
নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?
    ইরি ও অন্টারিও হ্রদের মাঝে সেন্ট লরেন্স নদীতে ।
সেন্ট লরেন্স নদীর উপনদী গুলির নাম কি ?
    ওটায়া, সেন্ট মরিস, চান্দিয়ের ।

পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি ?
    সান্দাকফু (৩৬৩০ মি.)
পশ্চিমবঙ্গের মালভূমি উচ্চতম শৃঙ্গের নাম কি ?
    গোর্গাবুরু (৬৭৭ মি.)
ত্রাসের নদী কাকে বলে ?
    তিস্তা নদীকে।
বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় ?
    দামোদর নদকে।
দামোদর নদ কোথাথেকে উৎপন্ন হয়েছে ?
    খামারপাত পাহাড় থেকে।
পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির ?
    মৌসুমি জলবায়ু (উষ্ণ-আর্দ্র প্রকৃতির)
পশ্চিমবঙ্গকে নেপালথেকে আলাদা করেছে কোনপাহাড় ?
    সিঙ্গালীলা শৈলশিরা।
পশ্চিমবঙ্গের কোথায় সক্রিয় বদ্বীপ দেখা যায় ?
    সুন্দরবনে।
বারি মণ্ডল (মহাসাগর)
পৃথিবীর মোট আয়তন কত ?
    ৫১ কোটি ৫৪ লক্ষ বর্গ কিমি।
পৃথিবীর কত শতাংশ জলভাগ দ্বারা আবৃত ?
    ৭১% আঞ্চল।
পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কয়টি ?
    ৫ টি।
একটি শীতল স্রোতের নাম লেখ ?
    ক্যানারী স্রোত।
পেরু স্রোতের অপর নাম কি ?
    হামবোল্ড স্রোত।
বেরিং স্রোত জাপান উপকূলে কি নামে পরিচিত ?
    ওয়াশিও ।
ভারত মহাসাগরের একটি স্রতের নাম লেখ ?
    মোজাম্বিক স্রোত ।
সুসিমা স্রোত কোথায় প্রবাহিত হয় ?
    জাপান দ্বীপপুঞ্জের পশ্চিম দিকে।
মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত নাম কি ?
    আগুলহাস স্রোত।
জাপান উপকূলের উষ্ণস্রোতের নামকি ?
    কুরেশিও স্রোত।
জাপান স্রোতের অপর নামকি ?
    কুরেশিও স্রোত।
উষ্ণ সমুদ্রস্রোতের জলের রং কি ?
    নীল।
শীতল সমুদ্রস্রোতের জলের রং কি ?
    সবুজ (শ্যওলা ও কাদার জন্য)
অন্তঃস্রোত কাকে বলে ?
সমুদ্রের নীচ দিয়ে শীতলস্রোত প্রবাহিত হয় বলে একে  অন্তঃস্রোত বলে।
বহিঃস্রোত কাকে বলে ?
সমুদ্রের উপর অংশ দিয়ে শীতলস্রোত প্রবাহিত হয় বলে একে  বহিঃস্রোত বা পৃষ্ঠস্রোত বলে।
ভারত মহাসাগরের একটি উষ্ণস্রোতের নামকি ?
    আগুলহাস স্রোত
ভারত মহাসাগরের একটি শীতলস্রোতের নামকি ?
    পশ্চিম অস্ট্রেলীয় স্রোত
প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণস্রোতের নামকি ?
    কুরেশিও
প্রশান্ত মহাসাগরের একটি শীতলস্রোতের নামকি ?
    বেরিং স্রোত, ল্যাব্রাডর স্রোত
অ্যাটল্যান্টিক মহাসাগরের একটি উষ্ণস্রোতের নামকি ?
    ব্রাজিল স্রোত, উপসাগরীয় স্রোত
অ্যাটল্যান্টিক মহাসাগরের একটি শীতলস্রোতের নামকি ?
    বেঙ্গুয়েলা স্রোত।
গ্র্যান্ডব্যাঙ্ক কি ?
    গ্র্যান্ডব্যাঙ্ক হল একটি মগ্ন চড়া।
হিমশৈল কি ?
    সমুদ্রে ভাসমান বরফের স্তূপ।
হিমপ্রাচীর কাকে বলে ?
উষ্ণস্রোতের ও শীতলস্রোতের মিলন স্থানকে হিমপ্রাচীর বলে।
চাঁদের একবার পৃথিবীকে পাক খেতে কত সময় লাগে ?
    ২৭ দিন।
পেরিজী কাকে বলে ?
পৃথিবী ও চাঁদের মধ্যের দূরত্ব যখন ৩ লক্ষ ৫৬ হাজার কিমি হয়।
অ্যাঁপিজী কাকে বলে ?
পৃথিবী ও চাঁদের মধ্যের দূরত্ব যখন ৪ লক্ষ ৭ হাজার কিমি হয়।
জোয়ার কাকে বলে ?
    চন্দ্র ও সূর্যের আকর্ষণে সমুদ্রের জলের ফুলে ওঠাকে জোয়ার বলে।
ভাটা কাকে বলে ?
চন্দ্র ও সূর্যের আকর্ষণে সমুদ্রের জল নিয়মিত ফুলে ওঠে আবার নেমেও যায় । এই নেমে যাওয়াকে ভাটা বলে।
কোন স্থানে দিনে কবার মুখ্য জোয়ার হয় ?
    একবার হয়।
কোন স্থানে দিনে কবার জোয়ার হয় ?
    দুইবার (একবার মুখ্য একবার গৌণ জোয়ার)
কোন স্থানের দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য
    কত ?
    ২৪ ঘঃ ৫২ মিঃ ।

দুটি জোয়ারের মধ্যে সময়ের ব্যবধ্যান কত ?
   ১২ ঘঃ ২৬ মিঃ ।
মুখ্য জয়ারের প্রধান কারন কি ?
    চাদের আকর্ষণ ।
মুখ্য জোয়ার কাকে বলে ?
    চাদের আকর্ষণে যে জোয়ার হয় তাকে মুখ্য জোয়ার বলে।
গৌণ জোয়ার কাকে বলে ?
    মুখ্য জোয়ারের বিপরীত পার্শ্বে যে জোয়ার হয় তাকে গৌণ
    জোয়ার বলে।
কোটাল কাকে বলে ?
    সমুদ্রের জোয়ারকে বলে।
ভরা কোটাল (Spring Tide) কাকে বলে ?
    অমাবশ্যা ও পূর্ণিমার দিন প্রবল জোয়ারকে বলে।
মরা কোটাল (Neap Tide) কাকে বলে ?
    শুক্ল ও কৃষ্ণপক্ষের সপ্তমী অষ্টমী তিথির জোয়ারকে বলে।
বানডাকা (Tidal bore) কাকে বলে ?
    জোয়ারের জল ৭-৮ মিটার উচু হয়ে নদীতে
    প্রবেশকরাকে বলে।
সাড়াসাড়ি বান কাকে বলে ?
    প্রায় ১ মিটার উচু হয়ে নদীতে জোয়ার প্রবেশকরাকে বলে।
পৃথিবীর কোন কোন নদীতে জোয়ার ভাটা দেখা যায় ?
    হুগলী , টেমস্
সংযোগ কাকে বলে ?
    অমাবশ্যার দিন চাঁদ সূর্য ও পৃথিবীর অবস্থানকে সংযোগ
    বলে।
প্রতিযোগ কাকে বলে ?
    পূর্ণিমার দিন চাঁদ সূর্য ও পৃথিবীর অবস্থান প্রতিযোগ
    বলে।
বান কি ?
    নদীতে সমুদ্রের জোয়ারের জল প্রবেশ করাকে বান বলে ।
নিয়মিত জোয়ারের ফলে নদীর জল কিরূপ হয় ?
    নদীর জল লবনাক্ত হয়ে পরে ।
নিয়মিত ভাঁটার ফলে নদীতে কি হয় ?
    আবর্জনা ও পলি মুক্তি ঘটে।


মহাসাগর
আয়তন
উষ্ণ সমুদ্র স্রোত
শীতল সমুদ্র স্রোত
মহীখাত


প্রশান্ত মহাসাগর


১৬৬৯৫৯০০ বর্গ কিমি


কুরেশিও বা জাপান স্রোত
হামবোল্ড স্রোত
পেরু স্রোত
বেরিং বা ওয়াশিও স্রোত
ক্যালিফর্নিয়া স্রোত


মারিয়ানা খাত

অ্যাটল্যান্টিক মহাসাগর
৮০৪১৯০০০ বর্গ কিমি
ব্রাজিল স্রোত
উপসাগরীয় স্রোত
বেঙ্গুয়েলা স্রোত
ল্যব্রাডর স্রোত

ক্যামেন খাত
ভারত মহাসাগর
৭২৫২০০০০ বর্গ কিমি
আগুলহাস স্রোত
পশ্চিম অস্ট্রেলীয় স্রোত
সুন্দা খাত







Share:

No comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Total Pageviews