Physical Geography short note


ভূমিরূপ Landforms
ভূমিরূপ কাকে বলে ?
  ভূমির আকৃতি, গঠন, উচ্চতা, ঢাল ও বন্ধুরতা অনুসারে
  ভূপৃষ্ঠের যে চেহারা তাকে ভূমিরূপ বলে।
ভূমিরূপ কি কি ভাগে বিভক্ত ?
  তিনটি ভাগে। পাহাড় পর্বত , মালভূমি, সমভূমি।
‘পর্বতের ক্ষুদ্র প্রতিরূপ’ কাকে বলে ?
  পাহাড়কে।  
পর্বতের উচ্চতা কত ?
  সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০০ মি. উচু।
একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও ?
  হিমালয়।
চলমান মহাদেশ তত্ত্বের জনক কে ?
  আলফ্রেড ওয়েগনার ।
পাত সংস্থান তত্ত্বের জনক কে ?
  পিঁচো ।
মহীখাত তত্ত্বের জনক কে ?
  কোবার।
চ্যুতির ফলে কোন পর্বতের সৃষ্টি হয় ?
  স্তূপ পর্বতের।
ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও ?
  বিন্ধ্য ও সাতপুরা পর্বত।
জার্মানির ব্ল্যাক ফরেস্ট কিসের উদাহরণ ?
  স্তূপ পর্বতের।
গ্রস্ত উপত্যকা বা গ্রাবেন কাকে বলে ?
  দুটি স্তূপ পর্বতের মাঝের নিচু অংশকে গ্রস্ত উপত্যকা বলে।
র‍্যাম্প উপত্যকা কাকে বলে ?
  দুটি স্তূপ পর্বতের মাঝের নিচু অংশ যদি বিপরীত চ্যুতির ফলে
  সৃষ্টি হয় তাকে র‍্যাম্প উপত্যকা বলে।
ভারতের একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ দাও ?
  নর্মদা নদীর উপত্যকা।
রাইন নদীর উপত্যকা কিসের উদাহরণ ?
  গ্রস্ত উপত্যকার।
জাপানের একটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও ?
  ফুজিয়ামা।    
হাওয়াই দ্বীপপুঞ্জের একটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও ?
  মউনালোয়া।
ইটালীর একটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও ?
  ভিসুভিয়াস।
ভারতের একটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও ?
  ব্যারেন ও নাড়কোন্ডাম।
একটি সুপ্ত আগ্নেয় পর্বতের উদাহরণ দাও ?
  জাপানের ফুজিয়ামা। 
একটি মৃত আগ্নেয় পর্বতের উদাহরণ দাও ?
  মায়ানমারের পোপো।
একটি জীবন্ত আগ্নেয় পর্বতের উদাহরণ দাও ?
   ইটালির ভিসুভিয়াস।
মালভূমির গড় উচ্চতা কত ?
   ৩০০ থেকে ৬০০ মি.
একটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ দাও ?
  তিব্বতের মালভূমি।
একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও ?
  ছোটনাগপুর মালভূমি।
একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ দাও ?
  দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান ট্র্যাপ।
একটি শিল্ড মালভূমির উদাহরণ দাও ?
  সাইবেরীয়ান শিল্ড। 
সমভূমি গড় উচ্চতা কত ?
  ৫ থেকে ১৫০ মি.
পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোন নদীতে গড়ে উঠেছে ?
  গঙ্গা নদীর মোহনায়।
আবহবিকার Weathering
কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠস্থ শিলা চূর্ণ বিচূর্ণ হয় ?
  আবহবিকার প্রক্রিয়ায়।
আবহবিকার প্রক্রিয়ায় অপর নাম কি ?
  বিচূর্ণীভবন ।
আবহবিকার কাকে বলে ?
  বায়ুর আর্দ্রতা, উষ্ণতা, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির ফলে যখন শিলা
  শিথিল হয়ে চূর্ণ বিচূর্ণ হয় এবং সেখানেই পড়ে থাকে ,তাকে
  আবহবিকার বা বিচূর্ণীভবন বলে।
আবহবিকার প্রক্রিয়াকে কিকি ভাগে ভাগ করা যায় ?
  তিন ভাগে। যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার ও
  জৈবিক আবহবিকার ।
যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া গুলি কিকি ?
     শল্কোমোচন Exfoliation
        ক্ষুদ্রকণা বিসরণ Granular Disintegration
        প্রস্তরচাই খন্ডীকরন Block Disintegration
        তুহিন খন্ডীকরন Frost Action
রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া গুলি কিকি ?
     অঙ্গারযোজন Carbonation
     জারণ Oxidation
       জলযোজন Hydration
       আর্দ্রবিশ্লেষণ Hydrolysis
       দ্রবণ Solution   
জৈবিক আবহবিকারের প্রক্রিয়া গুলি কিকি ?
  জৈব যান্ত্রিক আবহবিকার
  জৈব রাসায়নিক আবহবিকার 
ক্ষয়ীভবন কাকে বলে ?
  যে প্রক্রিয়ায় আবহবিকার প্রাপ্ত চূর্ণ বিচূর্ণ শিলা বায়ু প্রবাহ,
  নদনদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতির দ্বারা বহুদূরে  অপসৃত
  হয়, তাকে ক্ষয়ীভবন (Erosion) বলে
ক্ষয়ীভবন এর প্রক্রিয়া গুলি কিকি ?
  অবঘর্ষ Abrasion
  ঘর্ষণ Attresion
  উৎপাটন Plucking
  দ্রবণ Solution   
নগ্নীভবন কাকে বলে ?
  আবহবিকার ও ক্ষয়ীভবনের মিলিত ক্রিয়াকে নগ্নীভবন বলে ।
মৃত্তিকা সৃষ্টির একটি প্রক্রিয়ার নাম বল ?
  আবহবিকার ।
যান্ত্রিক আবহবিকার কোন জলবায়ুতে দেখা যায় ?
  উষ্ণ মরু শীতল জলবায়ুতে ।
রাসায়নিক আবহবিকার কোন জলবায়ুতে দেখা যায় ?
  উষ্ণ আর্দ্র জলবায়ুতে ।
জৈব যান্ত্রিক আবহবিকারে কোন কোন প্রাণী অংশ নেয় ?
  কেঁচো, ইঁদুর, খরগোস, প্রেইরী কুকুর ইত্যাদি ।
রেগোলিথ কি ?
  আবহ বিকারের ফলে ভূপৃষ্ঠের উপরে চূর্ণ বিচূর্ণ শিলার যে
  আস্তরণ পড়ে তাকে রেগোলিথ বলে ।

নদীর কাজ Fluvial action
পৃথিবীতে নদীরকাজ কোথায় বেশী প্রাধান্য পেয়েছে ?
  উচ্চ পার্বত্য অঞ্চল, মেরু প্রদেশ এবং মরু ও উপমরু অঞ্চল
  বাদ দিয়ে পৃথিবীর বাকি সব জায়গায় নদীর কাজ প্রাধান্য
  পেয়েছে ।
নদীর প্রধান কাজ গুলি কিকি ?
  ক্ষয়, বহন ও সঞ্চয় ।
নদী কিকি প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে ?
  জলপ্রবাহ Hydraulic Action
  অবঘর্ষ Abresion
  ঘর্ষণ Attrition
  বুদবুদ ক্ষয় Bubble Erosion
  দ্রবণ Solution
নদী কিকি প্রক্রিয়ায় বহন কাজ করে ?
  দ্রবণ Solution
  ভাসমান Suspension
  লম্ফদান Saltation
  আকর্ষণ Traction  
নদী কিকি প্রক্রিয়ায় সঞ্চয় কাজ করে ?
  আসঞ্জন
  অনুলেপন
নদীর ক্ষয়ের ফলে গঠিত প্রধান ভূমিরূপ গুলি কি কি ?
  সংকীর্ণ ‘V’ আকৃতির উপত্যকা
 প্রসশ্ত ‘V’ আকৃতির উপত্যকা
 ‘V’ আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন
 মন্থকূপ বা পটহোল
 জলপ্রপাত
নদীর সঞ্চয়ের ফলে গঠিত প্রধান ভূমিরূপ গুলি কি কি ?
  পলল ব্যজনী
  বালুচর
  প্লাবনভূমি
  স্বাভাবিক বাধ
  আকাবাকা নদীপথ বা মিয়েন্ডার
  অশ্বক্ষুরাকৃতি হ্রদ
  বদ্বীপ
পটহোল বা মন্থকূপ নদীর কোন প্রবাহে দেখা যায় ?
  উচ্চ প্রবাহে ।
নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহে কিকি ভূমিরূপ দেখা যায় ?
  জলপ্রপাত, মন্থকূপ, প্রবারিত শৈলশিরা ইত্যাদি ।
নদীর মধ্যগতি বা সমভূমি প্রবাহে কিকি ভূমিরূপ দেখা যায় ?
  পললব্যজনী, বালুচর, প্লাবনভূমি ইত্যাদি ।
নদীর নিম্নগতি বা বদ্বীপ প্রবাহে কিকি ভূমিরূপ দেখা যায় ?
  আকাবাকা নদীপথ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ এবং বদ্বীপ ।
ষষ্ঠঘাতের সূত্র কি ?
  যদি কোন নদীতে জলের পরিমাণ ২ গুন বৃদ্ধি পায় তবে তার
 ক্ষয় করার পরিমাণ তার ৬ গুন (২X৬=৬৪) বৃদ্ধি পায়, একে
 ষষ্ঠঘাতেরসূত্রবলে । এইকারনে বর্ষাকালে নদীরক্ষয়ক্ষমতা বাড়ে ।
কোন নদীর বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো ?
  মিসিসিপি নদীর ।
কোন নদীর বদ্বীপের আকৃতি করাতের দাঁতের মতো ?
  স্পেনের এব্রো নদীর ।
কোন নদীর বদ্বীপের আকৃতি খাড়ির মতো ?
  রাইন নদীর ।
কোন নদীর বদ্বীপের আকৃতি হাত পাখার মতো ?
  নীল নদের ।
কোন নদীর বদ্বীপের আকৃতি বাংলার মাত্রাহীন ‘ব’ এর মতো ?
  গঙ্গা নদীর ।
কোন নদীর বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ?
  গঙ্গা নদীর । (৭৭০০০ বর্গ কিমি.)

হিমবাহের কাজ Glacial action
পৃথিবীতে হিমবাহের কাজ কোথায় বেশী প্রাধান্য পেয়েছে ?
  উচ্চ পার্বত্য অঞ্চলে ও মেরু প্রদেশে
বায়ু কিকি প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে ?
  অবঘর্ষ Abresion
  উৎপাটন Plucking
বায়ু কিকি প্রক্রিয়ায় বহন কাজ করে ?
  ভাসমান Suspension
  লম্ফদান Saltation
  গড়ান Creep
হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত প্রধান ভূমিরূপ গুলি কি কি ?
  এরিটি
  সার্ক বা করি
  পিরামিডচূড়া
  ক্রেভাসেস
  ‘U’ আকৃতির উপত্যকা
  রসেমোতানে
  কুঁজ
  হিমসিড়ি
  ফিয়র্ড ও ফিয়ার্ড
হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত প্রধান ভূমিরূপ গুলি কি কি ?
  গ্রাবরেখা বা মোরেণ
  ড্রামলিন
  ক্রাগ ও টেল
  আগামুক বা ইরাটিক
  কেম
  এস্কার
  কেটল ও নব
  বহিঃবিধৌত সমভূমি   

ভারতের বিভিন্ন হিমবাহ ?
হিমবাহ
দৈর্ঘ্য
অবস্থান
সিয়াচেন
৭৬ কিমি
নুব্রা উপত্যকা
বালটোরা
৬০কিমি
ব্রাধো উপত্যকা
বিয়াফো
৬০ কিমি
ব্রাধো উপত্যকা
হিসপার
৬২ কিমি
হুঞ্জা উপত্যকা
গঙ্গোত্রী
৩৯ কিমি
কুমায়ুন উপত্যকা
মিলাম
২০ কিমি
কুমায়ুন উপত্যকা
জেমু
২৬ কিমি
জেমু উপত্যকা


বায়ুর কাজ Aeoline action
পৃথিবীতে বায়ুর কাজ কোথায় বেশী প্রাধান্য পেয়েছে ?
  মরু ও উপমরু অঞ্চলে । (বার্ষিক বৃষ্টিপাত ৫০ সেমির কম)
বায়ুর প্রধান কাজ গুলি কিকি ?
  ক্ষয়, বহন ও সঞ্চয় ।
বায়ু কিকি প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে ?
  অবঘর্ষ Abresion
  অপসারণ Deffletion
  ঘর্ষণ Attrition
বায়ু কিকি প্রক্রিয়ায় বহন কাজ করে ?
  ভাসমান Suspension
  লম্ফদান Saltation
  গড়ান Creep
বায়ু কিকি প্রক্রিয়ায় সঞ্চয় কাজ করে ?
  আসঞ্জন
  অনুলেপন
বায়ুর ক্ষয়ের ফলে গঠিত প্রধান ভূমিরূপ গুলি কি কি ?
  গৌর
  ইনসেলবার্জ
  জুইগেন
  ইয়ারদাং
  মেসা ও বিউট
  ভেন্টিফ্যাক্ট ও ড্রাইকান্টার
  অপসারণ ভূমি 
বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত প্রধান ভূমিরূপ গুলি কি কি ?
  বালুকা লহড়ী
  অনুদৈর্ঘ্য বালিয়াড়ী
  বার্খান
  লোয়েস
  পেডিমেন্ট
  বাজাদা
  প্লায়া
Share:

Popular Posts

Recent Posts

Total Pageviews