ভূমিরূপ Landforms
● ভূমিরূপ কাকে বলে ?
ভূমির আকৃতি, গঠন, উচ্চতা, ঢাল ও
বন্ধুরতা অনুসারে
ভূপৃষ্ঠের যে চেহারা তাকে ভূমিরূপ
বলে।
● ভূমিরূপ কি কি ভাগে বিভক্ত ?
তিনটি ভাগে। পাহাড় পর্বত , মালভূমি,
সমভূমি।
● ‘পর্বতের ক্ষুদ্র প্রতিরূপ’
কাকে বলে ?
পাহাড়কে।
● পর্বতের উচ্চতা কত ?
সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০০ মি. উচু।
● একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ
দাও ?
হিমালয়।
● চলমান মহাদেশ তত্ত্বের জনক
কে ?
আলফ্রেড ওয়েগনার ।
● পাত সংস্থান তত্ত্বের জনক কে
?
পিঁচো ।
● মহীখাত তত্ত্বের জনক কে ?
কোবার।
● চ্যুতির ফলে কোন পর্বতের
সৃষ্টি হয় ?
স্তূপ পর্বতের।
● ভারতের একটি স্তূপ পর্বতের
উদাহরণ দাও ?
বিন্ধ্য ও সাতপুরা পর্বত।
● জার্মানির ব্ল্যাক ফরেস্ট
কিসের উদাহরণ ?
স্তূপ পর্বতের।
● গ্রস্ত উপত্যকা বা গ্রাবেন
কাকে বলে ?
দুটি স্তূপ পর্বতের মাঝের নিচু অংশকে
গ্রস্ত উপত্যকা বলে।
● র্যাম্প উপত্যকা কাকে বলে ?
দুটি স্তূপ পর্বতের মাঝের
নিচু অংশ যদি বিপরীত চ্যুতির ফলে
সৃষ্টি হয় তাকে র্যাম্প উপত্যকা
বলে।
● ভারতের একটি গ্রস্ত উপত্যকার
উদাহরণ দাও ?
নর্মদা নদীর উপত্যকা।
● রাইন নদীর উপত্যকা কিসের উদাহরণ ?
গ্রস্ত উপত্যকার।
●
জাপানের একটি আগ্নেয়
পর্বতের উদাহরণ দাও ?
ফুজিয়ামা।
● হাওয়াই দ্বীপপুঞ্জের একটি
আগ্নেয় পর্বতের উদাহরণ দাও ?
মউনালোয়া।
● ইটালীর একটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও ?
ভিসুভিয়াস।
● ভারতের একটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও ?
ব্যারেন ও নাড়কোন্ডাম।
● একটি সুপ্ত আগ্নেয় পর্বতের
উদাহরণ দাও ?
জাপানের ফুজিয়ামা।
● একটি মৃত আগ্নেয় পর্বতের
উদাহরণ দাও ?
মায়ানমারের পোপো।
● একটি জীবন্ত আগ্নেয় পর্বতের
উদাহরণ দাও ?
ইটালির ভিসুভিয়াস।
● মালভূমির গড় উচ্চতা কত ?
৩০০ থেকে ৬০০ মি.
● একটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ দাও ?
তিব্বতের মালভূমি।
● একটি ব্যবচ্ছিন্ন মালভূমির
উদাহরণ দাও ?
ছোটনাগপুর মালভূমি।
● একটি লাভা গঠিত মালভূমির
উদাহরণ দাও ?
দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান
ট্র্যাপ।
● একটি শিল্ড মালভূমির উদাহরণ
দাও ?
সাইবেরীয়ান শিল্ড।
● সমভূমি গড় উচ্চতা কত ?
৫ থেকে ১৫০ মি.
● পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোন
নদীতে গড়ে উঠেছে ?
গঙ্গা নদীর মোহনায়।
আবহবিকার Weathering
● কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠস্থ
শিলা চূর্ণ বিচূর্ণ হয় ?
আবহবিকার প্রক্রিয়ায়।
● আবহবিকার প্রক্রিয়ায় অপর নাম
কি ?
বিচূর্ণীভবন ।
● আবহবিকার কাকে বলে ?
বায়ুর আর্দ্রতা, উষ্ণতা, তাপ, বৃষ্টিপাত
প্রভৃতির ফলে যখন শিলা
শিথিল হয়ে চূর্ণ বিচূর্ণ হয় এবং সেখানেই পড়ে
থাকে ,তাকে
আবহবিকার বা বিচূর্ণীভবন বলে।
● আবহবিকার প্রক্রিয়াকে কিকি ভাগে ভাগ করা যায় ?
তিন ভাগে। যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক
আবহবিকার ও
জৈবিক আবহবিকার ।
● যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া গুলি কিকি ?
শল্কোমোচন
Exfoliation
ক্ষুদ্রকণা বিসরণ Granular Disintegration
প্রস্তরচাই খন্ডীকরন Block Disintegration
তুহিন খন্ডীকরন Frost Action
●
রাসায়নিক আবহবিকারের
প্রক্রিয়া গুলি কিকি ?
অঙ্গারযোজন Carbonation
জারণ Oxidation
জলযোজন Hydration
আর্দ্রবিশ্লেষণ Hydrolysis
দ্রবণ Solution
● জৈবিক আবহবিকারের প্রক্রিয়া
গুলি কিকি ?
জৈব যান্ত্রিক আবহবিকার
জৈব রাসায়নিক আবহবিকার
● ক্ষয়ীভবন কাকে বলে ?
যে প্রক্রিয়ায় আবহবিকার প্রাপ্ত
চূর্ণ বিচূর্ণ শিলা বায়ু প্রবাহ,
নদনদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ
প্রভৃতির দ্বারা বহুদূরে অপসৃত
হয়, তাকে ক্ষয়ীভবন (Erosion) বলে ।
● ক্ষয়ীভবন এর প্রক্রিয়া গুলি কিকি ?
অবঘর্ষ Abrasion
ঘর্ষণ Attresion
উৎপাটন Plucking
দ্রবণ Solution
● নগ্নীভবন কাকে বলে ?
আবহবিকার ও ক্ষয়ীভবনের মিলিত ক্রিয়াকে নগ্নীভবন
বলে ।
● মৃত্তিকা সৃষ্টির একটি
প্রক্রিয়ার নাম বল ?
আবহবিকার ।
● যান্ত্রিক আবহবিকার কোন
জলবায়ুতে দেখা যায় ?
উষ্ণ মরু শীতল জলবায়ুতে ।
● রাসায়নিক আবহবিকার কোন জলবায়ুতে দেখা যায় ?
উষ্ণ আর্দ্র
জলবায়ুতে ।
● জৈব যান্ত্রিক আবহবিকারে কোন
কোন প্রাণী অংশ নেয় ?
কেঁচো, ইঁদুর, খরগোস, প্রেইরী কুকুর
ইত্যাদি ।
● রেগোলিথ কি ?
আবহ বিকারের ফলে ভূপৃষ্ঠের উপরে
চূর্ণ বিচূর্ণ শিলার যে
আস্তরণ পড়ে তাকে রেগোলিথ বলে ।
নদীর কাজ Fluvial
action
● পৃথিবীতে নদীরকাজ কোথায় বেশী প্রাধান্য পেয়েছে ?
উচ্চ পার্বত্য অঞ্চল, মেরু প্রদেশ এবং মরু ও
উপমরু অঞ্চল
বাদ দিয়ে পৃথিবীর বাকি সব জায়গায়
নদীর কাজ প্রাধান্য
পেয়েছে ।
● নদীর প্রধান কাজ গুলি কিকি ?
ক্ষয়,
বহন ও সঞ্চয় ।
● নদী কিকি প্রক্রিয়ায় ক্ষয়
কাজ করে ?
জলপ্রবাহ Hydraulic
Action
অবঘর্ষ Abresion
ঘর্ষণ Attrition
বুদবুদ
ক্ষয় Bubble Erosion
দ্রবণ Solution
● নদী কিকি প্রক্রিয়ায় বহন কাজ
করে ?
দ্রবণ Solution
ভাসমান Suspension
লম্ফদান Saltation
আকর্ষণ Traction
● নদী কিকি প্রক্রিয়ায় সঞ্চয়
কাজ করে ?
আসঞ্জন
অনুলেপন
● নদীর ক্ষয়ের ফলে গঠিত প্রধান ভূমিরূপ গুলি কি কি ?
সংকীর্ণ ‘V’ আকৃতির উপত্যকা
প্রসশ্ত ‘V’ আকৃতির উপত্যকা
‘V’ আকৃতির উপত্যকা বা
ক্যানিয়ন
মন্থকূপ
বা পটহোল
জলপ্রপাত
● নদীর সঞ্চয়ের ফলে গঠিত প্রধান ভূমিরূপ গুলি কি কি ?
পলল ব্যজনী
বালুচর
প্লাবনভূমি
স্বাভাবিক বাধ
আকাবাকা নদীপথ বা মিয়েন্ডার
অশ্বক্ষুরাকৃতি হ্রদ
বদ্বীপ
● পটহোল বা মন্থকূপ নদীর কোন
প্রবাহে দেখা যায় ?
উচ্চ প্রবাহে ।
● নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহে কিকি ভূমিরূপ
দেখা যায় ?
জলপ্রপাত, মন্থকূপ, প্রবারিত শৈলশিরা ইত্যাদি ।
● নদীর মধ্যগতি বা সমভূমি
প্রবাহে কিকি ভূমিরূপ দেখা যায় ?
পললব্যজনী, বালুচর, প্লাবনভূমি
ইত্যাদি ।
● নদীর নিম্নগতি বা বদ্বীপ প্রবাহে কিকি ভূমিরূপ দেখা যায় ?
আকাবাকা নদীপথ,
অশ্বক্ষুরাকৃতি হ্রদ এবং বদ্বীপ ।
● ষষ্ঠঘাতের সূত্র কি ?
যদি কোন নদীতে জলের পরিমাণ ২ গুন
বৃদ্ধি পায় তবে তার
ক্ষয় করার পরিমাণ তার ৬ গুন (২X৬=৬৪) বৃদ্ধি পায়, একে
ষষ্ঠঘাতেরসূত্রবলে । এইকারনে
বর্ষাকালে নদীরক্ষয়ক্ষমতা বাড়ে ।
● কোন নদীর বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো ?
মিসিসিপি নদীর ।
● কোন নদীর বদ্বীপের আকৃতি করাতের দাঁতের মতো ?
স্পেনের এব্রো নদীর ।
● কোন নদীর বদ্বীপের আকৃতি খাড়ির মতো ?
রাইন নদীর ।
● কোন নদীর বদ্বীপের আকৃতি হাত পাখার মতো ?
নীল নদের ।
● কোন নদীর বদ্বীপের আকৃতি বাংলার মাত্রাহীন ‘ব’
এর মতো ?
গঙ্গা নদীর ।
● কোন নদীর বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ?
গঙ্গা নদীর । (৭৭০০০ বর্গ কিমি.)
হিমবাহের কাজ Glacial action
● পৃথিবীতে হিমবাহের কাজ কোথায় বেশী প্রাধান্য
পেয়েছে ?
উচ্চ পার্বত্য অঞ্চলে ও মেরু প্রদেশে ।
● বায়ু কিকি প্রক্রিয়ায় ক্ষয়
কাজ করে ?
অবঘর্ষ Abresion
উৎপাটন Plucking
● বায়ু কিকি প্রক্রিয়ায় বহন
কাজ করে ?
ভাসমান Suspension
লম্ফদান Saltation
গড়ান Creep
● হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত প্রধান ভূমিরূপ গুলি কি
কি ?
এরিটি
সার্ক
বা করি
পিরামিডচূড়া
ক্রেভাসেস
‘U’ আকৃতির উপত্যকা
রসেমোতানে
কুঁজ
হিমসিড়ি
ফিয়র্ড
ও ফিয়ার্ড
● হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত প্রধান ভূমিরূপ গুলি কি
কি ?
গ্রাবরেখা বা মোরেণ
ড্রামলিন
ক্রাগ ও টেল
আগামুক বা ইরাটিক
কেম
এস্কার
কেটল ও নব
বহিঃবিধৌত সমভূমি
● ভারতের বিভিন্ন
হিমবাহ ?
হিমবাহ
|
দৈর্ঘ্য
|
অবস্থান
|
সিয়াচেন
|
৭৬ কিমি
|
নুব্রা উপত্যকা
|
বালটোরা
|
৬০কিমি
|
ব্রাধো উপত্যকা
|
বিয়াফো
|
৬০ কিমি
|
ব্রাধো উপত্যকা
|
হিসপার
|
৬২ কিমি
|
হুঞ্জা উপত্যকা
|
গঙ্গোত্রী
|
৩৯ কিমি
|
কুমায়ুন উপত্যকা
|
মিলাম
|
২০ কিমি
|
কুমায়ুন উপত্যকা
|
জেমু
|
২৬ কিমি
|
জেমু উপত্যকা
|
বায়ুর কাজ Aeoline action
● পৃথিবীতে বায়ুর কাজ কোথায় বেশী প্রাধান্য
পেয়েছে ?
মরু ও উপমরু অঞ্চলে । (বার্ষিক বৃষ্টিপাত ৫০ সেমির কম)
● বায়ুর প্রধান কাজ গুলি কিকি ?
ক্ষয়,
বহন ও সঞ্চয় ।
● বায়ু কিকি প্রক্রিয়ায় ক্ষয়
কাজ করে ?
অবঘর্ষ Abresion
অপসারণ Deffletion
ঘর্ষণ Attrition
● বায়ু কিকি প্রক্রিয়ায় বহন
কাজ করে ?
ভাসমান Suspension
লম্ফদান Saltation
গড়ান Creep
● বায়ু কিকি প্রক্রিয়ায় সঞ্চয়
কাজ করে ?
আসঞ্জন
অনুলেপন
● বায়ুর ক্ষয়ের ফলে গঠিত প্রধান ভূমিরূপ গুলি কি কি ?
গৌর
ইনসেলবার্জ
জুইগেন
ইয়ারদাং
মেসা ও বিউট
ভেন্টিফ্যাক্ট ও ড্রাইকান্টার
অপসারণ ভূমি
● বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত প্রধান ভূমিরূপ গুলি কি কি
?
বালুকা লহড়ী
অনুদৈর্ঘ্য বালিয়াড়ী
বার্খান
লোয়েস
পেডিমেন্ট
বাজাদা
প্লায়া